সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেন অনেকেই। ভাব প্রকাশে শব্দ তো আর গুনে লেখা যায়না। দীর্ঘ লেখা লিখে অন্যদের কাছে বেশ প্রশংসাও পান। তবে ফেসবুকে এই সুবিধা থাকলেও নেই টুইটারে। সেখানে ধরে বেঁধে দেওয়া আছে শব্দের সংখ্যা।
এবার আর থাকছে না সেই বাধা। খুব শিগগির টুইটারে যতখুশি লিখতে পারবেন। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে টুইটারের। তবে মনের ভাব পুরোপুরি প্রকাশের সুযোগ না থাকায় ব্যবহারকারীদের অনেকেই আফসোস করতেন।