বাংলাদেশে ১৯৭১ সালে জেনোসাইড হয়েছিল—আন্তর্জাতিক মহল থেকে এই স্বীকৃতি যে কত বড় ব্যাপার, সে বিষয়টিকে মনে হয় আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখছি না। লেমকিন ইনস্টিটিউট ও জেনোসাইড ওয়াচ অল্প কয়েক দিন আগে বাংলাদেশে পাকিস্তানের ঘটানো জেনোসাইডের স্বীকৃতি দেওয়ায় ১৯৭১ সালের ঘটনাবলির একটা নির্মোহ চিত্র পাবে এখন বিশ্ববাসী।
আমাদের অর্জন এবং আমাদের সংগ্রাম নিয়ে ফাঁকা বুলি আওড়াতে আমাদের তুলনা নেই। কিন্তু সত্যিকারের অর্জন ও সংগ্রামে যাঁরা অংশ নিয়েছেন কিংবা যাঁরা সেই অর্জনকে মহিমান্বিত করার জন্য কোনো কাজ করেছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ার রেওয়াজ আমাদের নেই। ফলে নানাভাবে আমরা শুধুই বর্তমান নিয়ে পড়ে থাকি। অতীতের অর্জনকে সম্বল করে বর্তমানের কাজ দিয়ে ভবিষ্যতে পৌঁছানোর চেষ্টা করি না। এটাই আমাদের দুর্ভাগ্য।