কী লাভ হবে লিখে? বাদল ভাই জানতে চাইলেন। বললাম, আপনার বেশি কিছু লাভ হবে না তবে যারা নতুন প্রজন্ম তারা লাভবান হতে পারে। মানে আপনার ইতিহাস জেনে তারা অনুপ্রাণিত হতে পারে।
তিনি বললেন, বসেন।
বসার জায়গা বলতে দুটি টুল। সারা ঘরে সাতজন লোক কাজ করছে। দুইজন তার মধ্যে ওয়েল্ডিং মেশিন (ঝালাই দিয়ে জোড়া লাগানোর যন্ত্র) চালাচ্ছে। অন্যরা লেদমেশিন (কুঁদকল) ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের প্রয়োজনমাফিক কাটিং বা ড্রিলিং করছে। লোকগুলোর একজন বাদল ভাইয়ের ছোট ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। পড়ার ফাঁকে বাবাকে সাহায্য করেন। বসার টুলগুলোও খালি ছিল না। একজন উঠে জায়গা দিলে আমি লজ্জায় পড়লাম। বললাম, আপনারা কাজ শেষ করুন, আমি পরে বসছি।