দেশের সামুদ্রিক সীমানায় বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধিতে ছোট বড় ১০ হাজার ফিশিং ভ্যাসেলে ট্রাকিং সিস্টেম যুক্ত করতে যাচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় নিবন্ধিত মাছ ধরা নৌ যানে এসব সিস্টেম যুক্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য অধিদফতরের মহাপরিচলক খ: মাহবুবুল হক।
তিনি বার্ত২৪.কমকে বলেন, ভ্যাসেল ট্রাকিং সিস্টেম যুক্ত করার জন্য ইতোমধ্যে প্রায় সকল কাজ সম্পন্ন করা হয়েছে। সব কিছূ ঠিক থাকলে চলতি বছরের জুনে এগুলো যুক্ত করা হবে। আর এজন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। এগুলো যুক্ত করা হলে এক জায়গা থেকে সকল বোট মনিটরিং বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।