১৩ জানুয়ারি রাতে জ্বর হয় পাপড়ি রহমানের। সঙ্গে ছিল তীব্র মাথা ও গলা ব্যথা। সেই সঙ্গে মাথা ভারী হয়েও আসে তার। ১৪ জানুয়ারি করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। পরদিন পজিটিভ শনাক্ত হন। এখনও ভীষণ ক্লান্তি আর অবসাদ ঘিরে আছে তাকে। সেই সঙ্গে শরীরজুড়ে দুর্বলতা।
আজমেরি সুলতানা উর্মি জানালেন, ডিসেম্বরে করোনা থেকে সেরে ওঠার পরও ঘন ঘন মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখছেন। এছাড়াও যে সমস্যায় ভুগছেন সেটা হলো ভুলে যাওয়া।
‘সকালে ঘুম থেকে ওঠার পরই শুরু হয় অবসাদ। কিচ্ছু ভালো লাগে না। কান্না পায়। রেগে যাই ঘন ঘন। চোখ-মুখ ফুলে গেছে, ওজন বেড়েছে। তবে রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, গ্লুকোজের মাত্রা এ সব ঠিক আছে। শুধু মাথার যন্ত্রণাটা যাচ্ছে না।’ বললেন উর্মি।