দেশে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা সোয়া ২ লাখ ছাড়িয়েছে। করোনার সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্য থেকে সুস্থ ও মৃতদের বাদ দিলে বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগী রয়েছে ২ লাখ ২৮ হাজার ৯৩০ জন। দেশে সংক্রমণ শুরুর পর থেকে এত চিকিৎসাধীন রোগী এর আগে দেখা যায়নি। তবে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯৯ শতাংশই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখন যত রোগী শনাক্ত হচ্ছেন, তাঁদের বেশির ভাগের জটিলতা কম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে কম ভর্তি হচ্ছেন। দেশের বিভিন্ন হাসপাতালে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত সাধারণ শয্যায় রোগী ভর্তি ছিলেন ২ হাজার ৪৬১ জন। আর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও এইচডিইউ শয্যায় ৫১১ জন রোগী ভর্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯ হাজার ৫২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে টানা ১২ দিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩০ জন। এ নিয়ে টানা ছয় দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০-এর ঘরে থাকছে।