‘ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে অবশ্যম্ভাবী করতে তারা অসামান্য অবদান রেখেছিল।– শুক্রবার বিকাল তিনটায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত অনন্য কূটনৈতিক প্রচেষ্টায় সারা বিশ্বে জনমত তৈরি করেছিল। আমাদের এক কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছিল। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়কে তরান্বিত করেছিল। এদেশের মানুষ ভারতের অবদানকে কৃতজ্ঞ চিত্তে আজীবন মনে রাখবে।’
দেশবিরোধী একটি অশুভ চক্র বাংলাদেশে ভারতবিদ্বেষী মনোভাব তৈরির অপচেষ্টা করছে বলেও উল্লেখ করেন পলক। কিন্তু সেই অপচেষ্টা কখনো সফল হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।