আত্মসমর্পণের পরও পুরোনো পেশায় ব্রাহ্মণবাড়িয়ার মাদক চোরাকারবারিরা

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমান প্রকাশ বজলু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালে তিনি তৎকালীন জেলা পুলিশ সুপারের কাছে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেছিলেন। পাশের কালিসীমা গ্রামের আবু কালাম একই অঙ্গীকার করে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন। সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের হাফিজুলও থানা পুলিশের কাছে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন।


কিন্তু, গত কয়েক বছর ধরে 'অঙ্গীকারবদ্ধ' এই ৩ ব্যক্তি অবাধে মাদক চোরাকারবারি চালিয়ে যাচ্ছেন। ফজলুর রহমান প্রকাশের নতুন সহযোগী তার ছেলে আকতার হোসেন। অবৈধ ব্যবসা করে পিতা-পুত্র মিলে গড়ে তুলেছেন ডুপ্লেক্স বাড়ি। কিনেছেন জমি, দোকান দিয়েছেন স্থানীয় বাজারে।


মালয়েশিয়া পাড়ি জমানো আবুল কালাম আড়াই বছর পর দেশে ফিরে আগের চেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করে নেমে পড়েন মাদকের কারবারে। নিজ ভিটায় গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ভবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us