You have reached your daily news limit

Please log in to continue


কর পরিশোধ পদ্ধতি সহজ করতে বলল এফবিসিসিআই

বাড়তি রাজস্ব চাহিদা মেটাতে কর প্রদান পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হওয়ার পর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ জন্য কর হার কমিয়ে ও কর প্রদানের পদ্ধতি সহজ করে রাজস্ব বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে। ভ্যাট পরিশোধের ক্ষেত্রে ক্রেডিট সমস্যারও সমাধান করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার অবকাঠামোগত সংস্কার, ভ্যাট নেট বৃদ্ধি, ভ্যাটের প্রবৃদ্ধির সম্ভাব্যতা যাচাইপূর্বক প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গঠিত কমিটির সঙ্গে বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এই আহ্বান জানান। বৈঠকে এনবিআর গঠিত কমিটির আহ্বায়ক ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ ছাড়াও এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন