ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা লুটতরাজ ছাড়া কিছুই ভাবতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, মানুষ মাটির নিচ দিয়ে রেললাইন আর আসমান দিয়ে সড়কপথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, যেখানে তারা বিনামূল্যে সব চিকিৎসা পাবে।
চুন্নু বলেন, আওয়ামী লীগ কর্মীরা এমনভাবে লুটপাট করছে যাতে আগামী ২০-৩০ বছরে তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া কিছুই ভাবতে পারছে না। বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই, মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিষহ জীবনযাপন করছে।