রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের একসময় সক্রিয় জলধারা ছিল রামচন্দ্রপুর খাল। এই খাল যে বেশ প্রশস্ত ছিল, সেটি এখনো কোথাও কোথাও দৃশ্যমান। তবে সেখানে পানিপ্রবাহ নেই। বদ্ধপানিতে ময়লা-আবর্জনার স্তূপ আর জলজ উদ্ভিদের বাড়বাড়ন্ত। এমনই আরেক রাজত্ব এই খালে- দখলের। দুই পাশ থেকে গলা চিপে ধরেছে দখলদাররা। মাটি ফেলে রোধ করা হচ্ছে এর প্রবাহ। কোথাও দখল এমন বেপরোয়া যে, মাটি দিয়ে পুরো খাল ভরাট করে নেওয়া হয়েছে। জায়গাটি খাল, সেটি বোঝার কোনো উপায় নেই।
রামচন্দ্রপুর খালে এই দখলরাজ্য গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা। আবার কেউবা দখলের মচ্ছবে মেতেছেন প্রভাবশালীদের ছত্রছায়ায়। বছরের পর বছর ধরে দখলের কারণে খালের অস্তিত্ব হারিয়ে গেছে অনেক জায়গায়।