সুস্থতা সবার কাম্য। তারপরও নানাভাবে মানুষ অসুস্থ হয়ে থাকেন। কিছু রোগ খুব সহজেই সেরে যায়। আর কিছু রোগ ভয়ানক বিপদ ডেকে আনে। যেকোনো রোগের কিছু পূর্ব সঙ্কেত থাকে। বিশেষ করে তা যদি কোনো কঠিন রোগ হয়, তবে তো থাকেই। তবে তা চিনতে পারা হলো আসল বিষয়। রোগের সঙ্কেত যত তাড়াতাড়ি চেনা যাবে, ততই দ্রুত চিকিৎসকের সাহায্য চাওয়া যেতে পারে।
ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে সঙ্কেত চেনা কিছুটা কঠিন। কারণ শরীরের কোন অংশে ক্যান্সার বাড়তে শুরু করেছে, তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবের আগে দেখা দেবে। মস্তিষ্কের ক্যান্সারের লক্ষণের সঙ্গে সব সময়ে মিল থাকে না ফুসফুসের ক্যান্সারের প্রাক উপসর্গের। কিন্তু ফুসফুসের ক্যান্সার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।