যে কারণে পিএসজির ১০ নম্বর জার্সি মেসির গায়ে

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৭

আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সিটা অনেক আগে থেকেই লিওনেল মেসির দখলে। বার্সেলোনাতেও বিখ্যাত এই জার্সিটি পরতেন তিনি। তবে পিএসজিতে গিয়ে ১০ নম্বর ছেড়ে মেসি পরছেন ৩০ নম্বর জার্সি। তবে সোমবার রাতের ম্যাচে প্রথমবারের মতো পিএসজির ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে মাঠে নামেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। 


ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। সেই নিয়মের কারণে এদিন ৩০ নম্বর ছেড়ে বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়ান মেসি। যদিও ১০ নম্বর জার্সিতে মেসির ফেরাটা সুখকর হলো না। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নিসের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পিএসজি। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটির গতবারের এবং রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us