বর্তমান সময়ে এসে অনলাইন শিখন পদ্ধতি বেশ সমৃদ্ধ হয়েছে। একই সময়ে অডিও, ভিডিও ও টেক্সট একই জায়গায় পাওয়া যায়। কৃষির প্রতি তরুণেরা যেভাবে আগ্রহী হয়ে উঠেছেন, তাঁদের কাছে উপযুক্ত কৃষি প্রশিক্ষণ পৌঁছে দেওয়া জরুরি। আমার কাছে প্রতিদিনই অসংখ্য চিঠি, ই-মেইল ও ফোন আসে।
তরুণেরা কৃষিবিষয়ক নানান পরামর্শ ও চাষপদ্ধতি সম্পর্কে জানতে চান, শিখতে চান। বাংলাদেশের কৃষি যতটা এগিয়েছে, কৃষিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমগুলো মনে হয় ততটা এগোতে পারেনি। ফেসবুক, ইউটিউবের এই সময়ে শিক্ষণ কার্যক্রম পরিচালনা খুব একটা কঠিন বিষয় না। মনে পড়ছে গত শতাব্দীর নব্বইয়ের দশকে আমিও দূরশিক্ষণ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন তো আর অনলাইন ক্লাসের ব্যবস্থা ছিল না।