স্কুল খুলছে পশ্চিমবঙ্গে, বিধিনিষেধ আরও শিথিল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৯:১৬

পশ্চিমবঙ্গে মহামারি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে আংশিকভাবে সব স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (৩১ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মহামারি পরিস্থিতি পর্যালোচনার পর তিনি ঘোষণা দিয়েছেন, বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে রাজ্যে মহামারিজনিত বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তাই নৈশকালীন বিধি-নিষেধের সময় কিছুটা কমানো হচ্ছে।


এখন থেকে রাত ১০টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশবিধি কার্যকর থাকবে। মুম্বাই ও দিল্লি থেকে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চলাচল করবে। তবে বেঙ্গালুরুর ক্ষেত্রে ফ্লাইট চলাচলের বিধিনিষেধ এখনো থাকছে। যুক্তরাজ্যফেরত প্লেনগুলোকে সরাসরি কলকাতায় অবতরণের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। রেস্তোরাঁ, সিনেমা হল, পার্ক, স্টেডিয়ামগুলো ৫০ শতাংশের জায়গায় ৭৫ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us