আফগানিস্তান সরকারের সাবেক কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক বাহিনীর হয়ে কাজ করেছেন এমন শতাধিক মানুষকে হত্যার অভিযোগ উঠেছে দেশটির বর্তমান শাসক গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপরেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
রোববারের ওই প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, নিহতদের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি মানুষ তালেবান বা এর সহযোগীদের হাতে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) বলছে, সাবেক আফগান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর হয়ে যারা কাজ করেছেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও হত্যা, নিখোঁজ এবং সহিংসতার অভিযোগ এসেছে।