আগামী অর্থবছরে দেশের মাথাপিছু আয় হবে ৩ হাজার ৮৯ ডলার

যুগান্তর প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৯:৪৭

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করে বলেছেন, আগামী ২০২২–২৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ৩ হাজার ৮৯ মার্কিন ডলারে এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত হবে। 


রোববার সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 


প্রসঙ্গত, বাংলাদেশি রপ্তানিকারকরা তাদের রপ্তানির একটি অংশ বিদেশে বিনিয়োগ করতে পারবে এমন সুযোগ রেখে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় একটি নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে।


অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, যদি অনুমোদন না করেন এটা হুন্ডির মাধ্যমে চলে যাবে বিভিন্ন দেশে। তার চেয়ে অফিশিয়ালি অ্যালাও (অনুমতি) করা ভালো। তবে ঢালাওভাবে সুযোগ দেওয়া হয়নি। যারা এক্সপোর্ট (রপ্তানি) করেন, যাদের রিটেনশন মানি রয়েছে তার ২০ শতাংশ বা নিট অ্যাসেটের ভিত্তিতে বিনিয়োগের সুযোগ পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us