ইমোজি নিয়ে বিতর্কে অ্যাপল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১২:৫০

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ইমোজি বেশ জনপ্রিয়। মেসেজ রিঅ্যাকশনের জন্য কিংবা নিজের ভাব প্রকাশে দীর্ঘ চ্যাটের বদলে একটি ইমোজিই যথেষ্ট। প্রযুক্তি-নির্ভর দুনিয়ায় ইমোজি আমাদের জীবনের সঙ্গে মিশে গিয়েছে। মান-অভিমান, হাসি-কান্না, রাগ, খুনসুটি, ভালোবাসা, দুঃখ-মনের ভাগ প্রকাশে ইমোজিই প্রথম পছন্দ সবার। আর সেই ইমোজিই অপর প্রান্তের মানুষটার কাছে সঠিক সময়ে, সঠিক ভাবের বহিঃপ্রকাশ করে দেয়।


এর এত বেশি জনপ্রিয়তার কারণেই নতুন নতুন ইমোজি যোগ করছে বিভিন্ন সংস্থা। তবে সেই ইমোজির জন্যই এবার বিতর্কের মুখে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। গত বৃহস্পতিবার আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ১৫.৪ (iOS 15.4) আপডেট নিয়ে এসেছে সংস্থাটি। আর সেই আপডেটের পর কিছু নতুন ইমোজিও পেয়ে যাবেন ইউজাররা। সেই তালিকায় রয়েছে একটি অন্তঃসত্ত্বা পুরুষ ও একটি অন্তঃসত্ত্বা ব্যক্তির ইমোজি, যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। অ্যাপল খুব সম্প্রতি এই ধরনের ইমোজি দিলেও তা কিন্তু নতুন নয়। ২০২১ সালেই একটি আপডেটের মাধ্যমে ইমোজি এনসাইক্লোপিডিয়া, ইমোজিপিডিয়া এই প্রেগনেন্ট ইমোজি বা অন্তঃসত্ত্বা ইমোজি নিয়ে এসেছিল। ইমোজিপিডিয়ার সেই আপডেটে ছিল অন্তঃসত্ত্বা ব্যক্তি ও পুরুষের ইমোজি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us