একগুচ্ছ নতুন সুবিধা নিয়ে মেসেঞ্জার

যুগান্তর প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১২:২৫

সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ এক ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেজিং সেবা মেসেঞ্জারের জন্য অনেকগুলো নতুন সুবিধা যোগ করার কথা জানিয়েছেন। এক পোস্টে তিনি বলেন, ‘আমরা জানি, ব্যবহারকারীরা চান তাদের বার্তা ও তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিজেকে প্রকাশ করার জায়গা। সে কারণেই আমরা মেসেঞ্জারে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সঙ্গে আরও কিছু উন্নত সুযোগ-সুবিধা যোগ করতে যাচ্ছি যা ব্যবহারকারীরা এরই মধ্যে পছন্দ করেছেন।’


নতুন যা এসেছে মেসেঞ্জারে


অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন : ফেসবুকের পক্ষ থেকে গত বছর জানান হয়েছিল যে তারা গ্রুপ চ্যাটের অডিও এবং ভিডিও কলে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করেছে। চলতি মাসের ২৭ তারিখ তারা জানায়, এখন থেকে সব মেসেঞ্জার ব্যবহারকারীই এ সুবিধা পাবে। এখন যে কেউই পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে নিরাপদে ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেই মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ করতে পারবে। টেক্সট মেসেজের পাশাপাশি এখন গ্রুপ চ্যাট ও কলের ক্ষেত্রেও পাওয়া যাবে এনক্রিপশন সুবিধা। আর একযোগে সবার জন্য সেবাটি উন্মুক্ত করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us