ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হল শাখা ছাত্রলীগের সমন্বিত হলে সম্মেলন আজ। এই সম্মেলনের মধ্য দিয়ে চার বছর পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবাসিক হল ইউনিট। সম্মেলনকে ঘিরে এরই মধ্যে চলছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের দৌড়ঝাঁপ। অন্যবারের তুলনায় এবার বেড়েছে পদপ্রত্যাশী নেতাকর্মীর সংখ্যা।পদ পেতে এ বছর ১৮ আবাসিক হল ইউনিটে ৩৬ পদের বিপরীতে ৩২৫ জন পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ আবাসিক হল শাখা ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালে। এক বছর মেয়াদি এই কমিটি শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে। তবে চার বছর পার হলেও নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারেনি সংগঠনটি। ফলে এক ধরনের স্থবিরতা চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে।
দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় উৎসবের আমেজ লেগেছে ইউনিটগুলোয়। হলগুলোতে সাঁটানো হয়েছে সম্মেলনের বড় বড় ব্যানার। জাতীয় পতাকা ও দলীয় পতাকায় সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্মেলনের পর এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।