ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর নেতাদের প্রতি আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। যদিও ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় লাখো সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ‘আগ্রাসন অবশ্যম্ভাবী বলে বারবার সতর্ক করার মধ্য দিয়ে ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।’ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আগামী মাসেই রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে।’ যদিও শুরু থেকেই রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধ চায়নি রাশিয়া।’