বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় আহত পাক সেনারা। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতি ধরে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের কেচ জেলায় একটি সড়কে পাক সেনার চেকপোস্টে হামলা চালায় বেলুচি বিদ্রোহীরা। গুলি বর্ষণ এবং বিস্ফোরণে ১০ পাক সেনার মৃত্যু হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।
পাক সেনারা দাবি করে ওই ঘটনার পরে এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৩ জন বেলুচি বিদ্রোহীকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বেলুচি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিহত সেনারা পাকিস্তানের ‘ফ্রন্টিয়ার কোর’ বাহিনীর সদস্য। তাঁরা ওই এলাকায় ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।