আমি স্কুল খোলা রাখার পক্ষে

কালের কণ্ঠ ডা. নজরুল ইসলাম প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩২

এক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার ডেল্টা ধরনের পাশাপাশি অধিকতর সংক্রামক ওমিক্রন শনাক্ত হচ্ছে। করোনা সংক্রমণের বর্তমান অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রখ্যাত ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন পিন্টু রঞ্জন অর্ক


জানুয়ারির শুরুতে ২ শতাংশের কম ছিল। গতকাল তা বেড়ে ৩২.৩৭ শতাংশ হয়েছে। এর শেষ কোথায় বলতে পারছি না। আমাদের এখানে ডেল্টা এখনো পুরোপুরি যায়নি। ডেল্টার অনেকটা জায়গা দখল করে নিয়েছে ওমিক্রন। কিন্তু ঠিক কতটুকু দখল করেছে, এটা আমরা জানতে পারছি না। এটা কোথায় গিয়ে ঠেকবে কিংবা কখন কমবে, কমার কারণ কী হবে, তা আমরা বুঝতে পারছি না। আমরা তথ্যের ওপর নির্ভর করেই বিশ্লেষণ করি। স্বাস্থ্য অধিদপ্তরে রোগ নির্ণয়ের জন্য অনেক ল্যাব আছে। কিন্তু সিকোয়েন্সিংয়ের জন্য পর্যাপ্ত ল্যাব নেই। আমাদের দেশে এখনো ওমিক্রনের জিনোম সিকোয়েন্সিং নিয়ে সেভাবে কাজ হয়নি। ফলে বুঝতে পারছি না এই সংক্রমণ ওমিক্রনের জন্যই কি না বা এর কতটুকু ওমিক্রন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us