অবৈধ সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গিয়াস উদ্দিন রোববার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অবৈধ সম্পদ অর্জনের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন গিয়াস উদ্দিন। আদালতের নির্দেশে আজ (রোববার) তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেনস। বিচারক তার আবেদন নামঞ্জুর করেছেন।”