নিরপেক্ষ সরকার সত্যিই কি দরকার?

আজকের পত্রিকা সাইদুল ইসলাম প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২৩

একসময় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ঘোর বিরোধী ছিল বিএনপি। এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিএনপির আগের অবস্থানে, অর্থাৎ এর বিরুদ্ধে। বড় বিচিত্র এ দেশের রাজনীতি। জনকল্যাণ এখানে মুখ্য নয়, মোক্ষম লাভের একটি উপলক্ষ মাত্র। ক্ষমতাসীন হওয়ার জন্য জনপ্রিয়তা বড় কোনো নিয়ামক নয়, যিনি জনতাকে যত বেশি ব্যবহার করতে পারেন, তিনিই সরকারে গিয়ে সর খান। তাহলে রাজনীতিকদের কাজটা কী?


রাজনীতিবিদেরা স্বপ্ন প্রদর্শক। এ দেশের মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসেন বলেই নেতারা তাঁদের স্বপ্ন দেখান। দুঃখী মানুষের স্বপ্ন আকাশছোঁয়া নয়। দুবেলা পেট ভরে ভাত খাওয়া তাঁদের প্রিয় স্বপ্নকল্প। এই ভাত খাওয়ার আশাতেই তাঁরা নিশ্চিন্তে ভোট দিতে চান। ভোট কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে তাঁরা ততক্ষণ মাথা ঘামান না, যতক্ষণ না সুন্দর কোনো স্বপ্নদৃশ্য তাঁদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। এই জনতা কখনো স্বৈরাচারী শাসকের চটকদারিতে চমৎকৃত হন, কখনো গণতন্ত্রীদের নতুন কোনো আবদারে আপ্লুত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us