করোনা টিকা নিলে নারীদের মাসিক বা ঋতুচক্রে সামান্য পরিবর্তন আসতে পারে। তবে তা সামান্য। ব্রিটেনের বিশেষজ্ঞরা এ দাবি করেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং নরওয়েতে নারীদের ঋতুচক্র পর্যবেক্ষণকারীদের তথ্যও আশাব্যঞ্জক বলেছেনে ‘ইমপেরিয়াল কলেজ লন্ডনের’ ড. ভিক্টোরিয়া মেল। করোনা ভ্যাকসিন ঋতুচক্রে এমনকি প্রজননে প্রভাব ফেলছে এমন উদ্বেগকে নাকচ করে দিয়েছেন ভিক্টোরিয়া। তিনি বলছেন মিথ্যা তথ্য অকারণে মানুষের উদ্বেগ বাড়াচ্ছে।
ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) বলছে, কোভিড ভ্যাকসিন প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলে এমন কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
‘দ্যা মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রডাক্টর রেগুলেটরি এজেন্সি’ (এমএইচআরএ) অবশ্য ভ্যাকসিন নেয়ার পর অনাকাংখিত রক্তস্রাব, অতিরিক্ত রক্তপাত এবং বিলম্বিত মাসিকের ৩৭ হাজার তথ্য পেয়েছে। তবে এসব প্রতিক্রিয়া বা পরিবর্তন যে ভ্যাকসিন নেওয়ার কারণে হয়েছে তার কোন প্রমাণ নেই। কারণে নারীদের ঋতুচক্রে পরিবর্তন স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে এ নিয়ে আরও গবেষণা করতে বলেছে এমএইচআরএ।