তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। তৃতীয় ওয়ানডেতে ৭৫ রানে জয় লাভ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছেন রশিদ খানরা। সে ম্যাচে বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িয়েছে গেছে নেদারল্যান্ডস। বল টেম্বারিং বা বিকৃতির ঘটনাটি চোখে পড়ে আফগানিস্তান ইনিংসের ৩১তম ওভারে।
বল বিকৃতি চোখে পড়লে আম্পাররা ৫ রান পেনাল্টি দিয়েছেন। নিয়ম অনুযায়ী যেটি আফগানিস্তানের স্কোরবোর্ডে যুক্ত হয়েছে। বল বিকৃতির চেষ্টা করে তৃতীয় মাত্রার অপরাধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন ডাচ পেসার ভিভিয়ান কিংমা। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটার বল বিকৃতির চেষ্টা করলে ৪১.৩ নম্বর ধারা ভঙ্গ হবে।