বিএনপির রাজনীতিতে তিনিই বয়োজ্যেষ্ঠ…

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ০৯:২১

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন বিএনপি নেতা এস এ খালেক। বৃহত্তর মিরপুর থেকে পাঁচবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। বয়স ইতিমধ্যে ৯০ পার হয়েছে। সেই হিসেবে বিএনপির রাজনীতিতে বর্তমানে তিনিই বয়োজ্যেষ্ঠ। যদিও প্রবীণ এই রাজনীতিক গত কয়েক বছর ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন।


সবশেষ মহামারি করোনায় দুইবার আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে তাকে। তবে সম্প্রতি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বৃহত্তর মিরপুরের জনপ্রিয় এই রাজনীতিক।


বিএনপির চেয়ারপারসন, স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে এস এ খালেকের কাছাকাছি বয়স ব্যারিস্টার জমির উদ্দিনের। ১৯৩১ সালে জন্ম নেন প্রবীণ এই আইনজীবী ও সাবেক স্পিকার।


এস এ খালেকের দুই ছেলের মধ্যে বড় সৈয়দ মহসিন মিরপুর-পল্লবী ও কাফরুল এলাকার সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন।


আর ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু বিএনপির রাজনীতিতে সক্রিয়। রাজনীতির পাশাপাশি পারিবারিক ব্যবসায় সময় দেন তরুণ এই রাজনীতিক। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়নও পেয়েছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us