করোনারপ্রথম দু’টি তরঙ্গের তুলনায় এ বারের উপসর্গ অনেক মৃদু৷ ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কেউ দ্বিতীয় ও তৃতীয় বারের জন্যেও অনেকে করোনা সংক্রমিত হচ্ছেন৷ পরিস্থিতি এমন হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সতর্ক থাকতে হবে। করোনা থেকে সেরে ওঠার পরেও সাবধান থাকতে হবে।
করোনা নেগেটিভ হওয়ার পরেই পাল্টে ফেলতে হবে টুথব্রাশ। কারণ প্লস্টিক সারফেসে দীর্ঘ সময় ধরে করোনাভাইরাস থাকে৷ ফলে টুথব্রাশ থেকে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ এজন্য নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের ঝুঁকি এড়াতে টুথব্রাশ পরিবর্তন করতে হবে।