মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা

বণিক বার্তা প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ২২:০২

আজ সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সব বিভাগেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, আগামীকাল মঙ্গলবার থেকে মেঘ-বৃষ্টির এ অবস্থার উন্নতি হতে পারে। অবশ্য বৃষ্টি শেষ হলে বুধ বা বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।  আবহাওয়াবিদ বজলুর রশিদ বণিক বার্তাকে তথ্য নিশ্চিত করে বলেন, চলতি সপ্তাহের শেষ কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে রাতের তাপমাত্রা কমে যাবে।


এতে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় জেঁকে বসতে পারে শীত। তবে শৈত্যপ্রবাহ বেশি দিন স্থায়ী হবে না জানিয়ে তিনি বলেন, তাপমাত্রা বাড়লে তা আবার শেষ হয়ে যাবে।আবহাওয়া বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায় ও কুষ্টিয়ার কুমারখালীতে। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস। যদিও একদিন আগে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গল ও সীতাকুণ্ডে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us