শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ চেয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; একইসঙ্গে উপাচার্য নিয়োগ পদ্ধতি ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে দলটি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক এই দলের নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরো সোমবার এক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থীদের ওপর পুলিশের রবার বুলেট, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড হামলা ছিল ‘অপ্রয়োজনীয়’।
শিক্ষার্থীদের ওপর হামলাকে উপাচার্যসহ প্রশাসনের সার্বিক ব্যর্থতা বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে।