আপনার সন্তান অনেক সারকাজম করে? আসলে এটা তার বুদ্ধিমত্তার লক্ষণ!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৭:১১

সারকাজম। সহজ বাংলায় যাকে বলা যায় ব্যঙ্গ-বিদ্রূপ। আর যারা কথায় কথায় এগুলো করে, তাদেরকে বলা হয় সারকাস্টিক।


তবে সারকাস্টিক হওয়া কি প্রশংসনীয়, নাকি নিন্দনীয়? এ ব্যাপারে এখনো মতভেদ রয়েছে যথেষ্ট।


বিশেষত তরুণ প্রজন্মের কাছে সারকাজম খুবই জনপ্রিয়। তারা যখন সমবয়সীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে, তখন খানিকক্ষণ পরপরই আলোচ্য বিষয় নিয়ে সারকাজম করতে থাকে। যারা সারকাজমে পারদর্শী, তাদের সেন্স অব হিউমারের গুণগ্রাহীও থাকে অনেক।



কিন্তু মুদ্রার উল্টোপিঠে, সারকাজম বুঝতে না পেরে বিরক্ত হয় বহু মানুষ। কোনো তরুণ যদি সারকাজম করে, তাতে রেগেও যান কোনো কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এমনকি তরুণদের মধ্যেও অনেকে আছে যারা সারকাজমকে স্বাভাবিকভাবে নিতে পারে না, অন্যের সারকাজমে অফেন্ডেড হয়ে গাল ফুলিয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us