নওগাঁর পতিসরে 'বিলডাকিনী' সিনেমার শুটিং করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। সরকারি অনুদানের 'বিলডাকিনী' সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। কলকাতা থেকে নওগাঁয় গিয়ে ১৮ জানুয়ারি শুটিংয়ে যোগ দেন পার্নো মিত্র। এই ছবিতে তার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। শুটিং সেট থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন পার্নো মিত্র।
প্রশ্ন: কোভিড থেকে সেরে উঠেই মনে হয় বাংলাদেশে এলেন?
পার্নো: একদম। আমার দু'বার কোভিড হয়েছে। এবারেরটা থেকে উঠেই সোজা বাংলাদেশে এলাম। কোভিডের দিনগুলো খুব খারাপ কেটেছে।
প্রশ্ন: দ্বিতীয়বার বাংলাদেশে সিনেমার শুটিং করছেন। কেমন লাগছে?
পার্নো: খুব ভালো লাগছে। যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এই গ্রামের মানুষগুলো খুব ভালো। আমাদের সহযোগিতা তো করছেই, পাশাপাশি খুব আদর করছে। এখানে নদীতে রাতে একটা শুটিং ছিলো। সেখানে লাইট করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল। এই সময়ে তারা তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। খেতে দিয়েছে। মানুষগুলো খুবই ভালো। শুটিং তো অনেক জায়গায় করি কিন্তু এত ভালোবাসা কোথাও পাই না। এর আগে 'ডুব' সিনেমার শুটিং করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভালো ছিল।