ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা হরহামেশাই গুগল ড্রাইভে থাকা বিভিন্ন ফাইল অনলাইন থেকে নামিয়ে ব্যবহার করি। এ সময় অন্যদের পাঠানো ফাইলগুলোতে ভাইরাস বা ক্ষতিকর লিংক থাকলেও শনাক্ত করা যায় না। সমস্যা সমাধানে সন্দেহজনক ফাইল খোলার আগে হলুদ সতর্কবার্তা দেখাবে গুগল ড্রাইভ।
ব্যবহারকারীদের যন্ত্রে ভাইরাস ছড়ানো ঠেকাতেই এ উদ্যোগ নিয়েছে গুগলের অনলাইনে ফাইল সংরক্ষণ ও বিনিময়ের সেবাটি।