এখনকার দিনে যত তাড়াতাড়ি সম্পর্ক তৈরি হয়, ভেঙে যেতে সময় লাগে আরও কম। বিশেষত, এখনকার জেনারেশনের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। যদিও এই ব্রেকআপ (Breakup) কিন্তু কারওরই ভালো লাগে না। কারণ সম্পর্কে ছেঁদ পড়লে মনে আঘাত লাগা খুবই স্বাভাবিক। তাই সকল মানুষকেই সম্পর্কে যাওয়ার পর বিশেষভাবে সতর্ক থাকতে হয়।
এক্ষেত্রে রিলেশনশিপ (Relationship) ভেঙে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। সমস্যা থাকে দুপক্ষের মধ্যেই। তবে আজকের লেখা মহিলাদের (Women) সজাগ করার জন্য। তাই তাঁদেরই আজ পরামর্শ দেওয়া হবে।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, মহিলারা মনের দিক থেকে অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকেন। তবে কিছুকিছু সময় তাঁরা এমন কিছু কথা নিজের সঙ্গীকে (Partner) বলে ফেলেন যা সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই এই ধরনের কথা বলার আগে মহিলাদের আরও বেশি করে সজাগ থাকতে হবে।