তিন বছর আগে একসঙ্গে তিনটি ব্যাংক স্থাপনের প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করেছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দুটি ব্যাংক চূড়ান্ত অনুমোদন নিয়ে কার্যক্রমও শুরু করেছে। কিন্তু তিন দফায় এলওআইয়ের মেয়াদ বাড়ানোর পরও লাইসেন্স প্রাপ্তির শর্ত পূরণ করতে পারেনি পিপলস ব্যাংক লিমিটেড। গত ৩১ ডিসেম্বর প্রস্তাবিত ব্যাংকটির এলওআইয়ের মেয়াদ শেষ হয়েছে। কোনোভাবেই আর পিপলস ব্যাংকের এলওআইয়ের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত ছিল কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু তারকা ক্রিকেটার সাকিব আল হাসানে ভর করে আবারো মেয়াদ বাড়ানোর আবেদন করেছে পিপলস ব্যাংক।
পিপলস ব্যাংকের এলওআইয়ের মেয়াদ বাড়ানোর আবেদনটি আজ বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় উঠছে। পর্ষদের সভা থেকে ব্যাংকটিকে শর্ত পূরণে আরো তিন মাস সময় দেয়ার সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।