করোনা (Coronavirus) থেকে সেরে ওঠার পরও যদি সর্দি কাশি দিন পনেরোর বেশি থাকে, তাহলে অবশ্যই যক্ষ্মা বা টিবির (Tuberculosis) পরীক্ষা করিয়ে নিন। কোভিড নতুন গাইডলাইনে এমনটাই নির্দেশ দিল আইসিএমআর (ICMR)। নির্দেশিকায় আরও বলা হয়েছে, দ্রুত করোনা সারাতে বা অবস্থা বিগড়তে পারে ভেবে অনেকেই দোকান থেকে কিনে স্টেরয়েড খাচ্ছেন বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। যা একেবারেই অনুচিত। সেভাবে করোনার কোনও ওষুধ এখনও আসেনি দেশের বাজারে।