পাকিস্তানের শীর্ষ আদালতে প্রথম নারী বিচারক

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৩২

এই সিদ্ধান্তে সরকার অত্যন্ত সাদরে সম্মতি জানিয়েছে৷ সরকারের পাশাপাশি আইনজীবী মহল, সমাজকর্মী, নাগরিক সমাজের বড় অংশ এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে৷ পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদ আয়েশার মনোনয়নে সম্মতি দিয়েছেন৷ পরবর্তী ধাপ হল সংসদীয় প্যানেল সেখানে প্রধানমন্ত্রী ইমরান খান শাসিত তেহরিক-ই-ইনসাফের সদস্যরা আগামী ১০ বছরের জন্য শীর্ষ আদালতের বিচারক হিসেবে আয়েশার নিয়োগে সম্মতি দিতে চলেছেন৷


শাসক দলের মালিকা বোখারি ডয়চে ভেলেকে জানান, পাকিস্তানের জন্য এটা অত্যন্ত জরুরি পদক্ষেপ৷ আয়েশা অত্যন্ত কর্মদক্ষ একজন বিচারক৷ আইন ও বিচার সংক্রান্ত বিষয়ে নারীদের রোল মডেল তিনি৷ পাকিস্তানের মানবাধিকার সংগঠন এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে৷ কমিশন বিবৃতিতে জানিয়েছে, সবমিলিয়ে মাত্র ১৭ শতাংশ নারী আইনজীবী রয়েছেন পাকিস্তানে, হাইকোর্টে যা মাত্র ৪.৪ শতাংশ৷ আইন বিভাগে লিঙ্গবৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত সাহায্য করবে৷ শুধু লিঙ্গবৈষম্য সংক্রান্ত মামলা নয়, শীর্ষ আদালতে বিচারক হিসেবে আয়েশা মালিকের নিয়োগ আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানের নারীদের, মত ডিজিটাল অধিকার বিষয়ক এক আইনজীবী ও মানবাধিকার কর্মী নিঘাত দাদের৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us