অনেকেই মনে করছেন করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ফের বুঝি আক্রান্ত হওয়ার আশংকা নেই। আবার কেউ কেউ ভাবছেন দুই ডোজ টিকা নিলে করোনা শরীরে বাসা বাঁধতে পারে না। কিন্তু এসব চিন্তা যারা করছেন তাদের জন্য দুঃসংবাদ। একবার করোনা হলে ফের সংক্রমণের আশংকা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, করোনা সংক্রমণ এক বার হলে শারীরিক জটিলতা নানা ভাবে দেখা দিতে পারে।
করোনা হয়ে সুস্থ হয়ে যাওয়ার তিন মাস পরও করোনা রোগীদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। চিকিৎসকরা এই ধরনের সমস্যাকেই ‘লং কোভিড’ বলে থাকেন। বহু করোনা রোগী সেরে ওঠার মাস তিন-চার পরও আগের মতো স্বাদ-গন্ধ পাচ্ছেন না। ডেল্টা রূপের করোনার দ্বারা সংক্রমিত হওয়ার পর অনেকের গন্ধের অনুভূতি ফিরতে অনেকের সময় লেগে গিয়েছে প্রায় তিন-চার মাস।