পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষের হয়রারি দূর করতে এবার জেলা পাসপোর্ট অফিসগুলোতে অভিযান পরিচালন শুরু করেছে রাষ্ট্রীয় দুর্নীতি প্রতিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এনফোর্সমেন্ট টিমের একটি সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, এই দুই জেলার কর্মরত পাসপোর্ট অফিসে কর্মকর্তা ও দালালদারে যোগসাজসে পাসপোর্ট বিতরণ ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় এসব অফিস থেকে দুদকের এনফোর্সমেন্ট টিম পরিদর্শন করে নথিপত্র সংগ্রহ করে। অভিযান পরিচালনাকারী টিম এসব অফিসের অভিযোগ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে জমা দেবে বলেও জানায় দুদকের অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র।