ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হীরকজয়ন্তী

যুগান্তর ড. মাহমুদ নাসির জাহাঙ্গীরি প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ০৮:২০

দেশের মহাসড়কের ইতিহাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন। এ মহাসড়ক প্রতিষ্ঠিত হয় ১৯৬১-১৯৬২ সালে, ইতিহাসের বিচারে এ বছর সড়কটির হীরকজয়ন্তীর বছর। এ মহাসড়ক শুধু যে দুটি প্রধান শহরকে সংযুক্ত করেছে তাই নয়, একইসঙ্গে মেঘনার দুই পাড়ে বিচ্ছিন্ন দুই সংস্কৃতির মধ্যে সেতুবন্ধও তৈরি করেছে। মেঘনার দুই পাড়ে দুই ভিন্ন জনপদ সড়কপথে যুক্ত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধ্যমে।


শের শাহের সড়ক-ই-আজম (গ্র্যান্ড ট্রাঙ্ক রোড) নারায়ণগঞ্জের বৈদ্যার বাজারে এসে সমাপ্ত হয়েছে আর চিটাগাং গ্রেট ট্রাঙ্ক রোড এসে শেষ হয়েছে দাউদকান্দিতে। সড়ক-ই-আজম তৈরি হয়েছে শের শাহের আমলে, মধ্যযুগে আর গ্রেট ট্রাঙ্ক রোড ইংরেজদের আমলে, আধুনিককালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us