সৌন্দর্য বর্ণনা করার সময় চোখের দিকেই নজর সকলের আগে আসে। চোখ যেমন শরীরের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ, তেমনই স্পর্শকাতর। কিন্তু সেই সুন্দর চোখের নীচে যদি কালো দাগ Dark Circles-এর সমস্যা দেখা দেয়, তা হলেই তা যেমন চেহারার জন্য খারাপ, তেমনই ত্বকে কালো ছোপ দীর্ঘস্থায়ী হলে ত্বকের পক্ষেও তা ক্ষতিকর।
কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি যত্ন নেওয়া বেশির ভাগ মানুষের পক্ষেই সম্ভব হয় না। কাজের চাপে ক্লান্তি বাড়ছে। শরীরের চাহিদা মতো ঘুমও হচ্ছে না। অনিদ্রা বা কাজের চাপ— কারণ যাই হোক না কেন, এক বার যদি এই Dark Circles দেখা দেয় তা হলে এই দাগ ক্রমশ চওড়া হতে শুরু করবে।