সব নারীই চায় সুন্দর ও দাগহীন মুখ। ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সবাই চেষ্টা করেন এমন রূপচর্চা করতে, যেন ত্বক উজ্জ্বল দেখায়। কিন্ত বয়স বাড়লে ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দেখা দেয়। যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। এর মধ্যে একটি হলো ফ্রিকেলস বা মুখে অতিরিক্ত তিলের সমস্যা। এই ফ্রিকেলস হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে দূষণ, রোদে পোড়া বা শারীরিক পরিবর্তন ইত্যাদি। এটি মুখের প্রকৃত উজ্জ্বলতা কেড়ে নেয়।
মুখের অতিরিক্ত কালো তিল দূর করতে অনেকেই রাসায়নিক পদার্থ যুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে কোনো রূপ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এ ধরনের কিছু ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। সেজন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করাই তুলনামূলক ভালো। কারণ এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইতিবাচক ফল দেয়। এমন অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে ফ্রিকেলস নিরাময় হতে পারে।