স্পাইডারম্যানের একটি পৃষ্ঠার দর উঠল ২৪ কোটি! পিটারের গল্প কী ভাবে বিশ্বজয় করল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৪

পাতাজোড়া স্পাইডি। তবে পরনে নেই মাকড়শার জাল বিছোনো সেই চেনা লাল-নীল পোশাক। বরং কালো স্যুটে পা থেকে মাথা আঁটা। নেই সেই মায়ালু মনও। বরং পেশি ফুলিয়ে যেন নিজের শয়তানি শক্তি পরীক্ষা করছে। এ আসলে ‘ফ্রেন্ডলি নেবারহুড’ স্পাইডি-র আর এক রূপ ভেনোম। সম্প্রতি পাতাজোড়া স্পাইডারম্যানের সেই দুষ্টু চরিত্র ভেনোম বিকোল বিপুল অঙ্কে।



১৩ জানুয়ারি আমেরিকার ডালাসে হেরিটেজ অকশনস-এর চার দিনের একটি ইভেন্ট ছিল। প্রথম দিনেই নিলামে বাজিমাত ভেনোমের!



১৯৮৪ সালের স্পাইডারম্যান সিরিজের একটি কমিক্স বইয়ের পাতায় আঁকা ভেনোমের দর হু হু করে উঠেছে। নিলাম শুরু হয়েছিল ৩ লক্ষ ৩০ হাজার ডলার দিয়ে। তবে এক সময় তা ৩০ লক্ষ ডলারে পৌঁছে যায়। শেষমেশ তা বিকিয়েছে ভারতীয় মুদ্রায় ২৪ কোটি টাকায়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us