একই ফোনে চালানো যাবে ৫ সিম

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১৫:২৪

এখনকার স্মার্টফোনে দুইটি সিম ব্যবহার করা যায়। এগুলো ফিজিক্যাল সিম। কিন্তু আগামীতে ই-সিম সুবিধা চালু হলে একটি ফোনেই চালানো যাবে অন্তত ৫টি সিম।


 


 


ই-সিমের পুরো নাম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ই-সিম হল মোবাইল ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম । এটি একটি ফিজিক্যাল সিম কার্ডের মতো নয়। আপনি একটি ই-সিম কিনলে কলিং ও মেসেজিং সহ সবকিছুই কাজ করবে। তবে আপনাকে এটি ফোনে রাখতে হবে না। এটি টেলিকম কোম্পানির মাধ্যমে ওভার-দ্য-এয়ার সক্রিয় থাকে।


 


 


ই-সিমের সবচেয়ে বড় সুবিধা হল আপনি যদি আপনার সিম কোম্পানি (টেলিকম অপারেটর) পরিবর্তন করেন, তবে আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না। এর সাথে ফোন ভিজে গেলে এই সিমটি প্রভাবিত হয় না। তাই সিম নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us