ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শেষ হওয়ার পথে নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ; যাতে এখন পর্যন্ত প্রায় সব দলই আইন প্রণয়নের কথা বলেছে।
প্রায় মাসব্যাপী এ সংলাপে সার্চ কমিটির জন্য কয়েকটি দল নাম প্রস্তাব করলেও কেউ কেউ বলেছে এ প্রক্রিয়ার ‘কোনও দরকার নেই’।
সোমবার বিকাল চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের একটি দলের সংলাপে অংশ নেওয়ার সূচি রয়েছে।
সবকিছু ঠিক থাকলে এটিই হবে এবারের ইসি গঠনে রাষ্ট্রপতির শেষ সংলাপ, যা গত ২০ ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হয়েছিল।
এভাবে সংলাপের মাধ্যমে সার্চ কমিটি গঠন করেই কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, যে কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে।