নির্বাচন কমিশন গঠন ইস্যুতে ১৬ প্রস্তাব নিয়ে আজ সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানিয়েছে দলটি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংলাপে অংশ নেবেন আওয়ামী লীগের এমন একজন জ্যেষ্ঠ নেতা এনটিভি অনলাইনকে জানান, প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা। এ ছাড়া জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করাসহ ১৬টি প্রস্তাব থাকছে এ সংলাপে।