টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল আটটায় ভোট শুরু হয়। বিরতিহীভাবে ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত।
ভোটের পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
গত বছরের ১৬ নভেম্বর চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনটি শূন্য হয়।
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। মোট ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬টি কক্ষে ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হবে।