সদ্যবিদায়ী বছরে ভিয়েতনামের গোলমরিচ রফতানি আয় তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মূলত আন্তর্জাতিক বাজারে মসলাপণ্যটির রফতানি মূল্য বেশি থাকায় সুবিধা পেয়েছে দেশটি। তবে চলতি বছর গোলমরিচের বৈশ্বিক বাজার উন্নয়ন কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর দ্য স্টার।
ভিয়েতনাম পিপার অ্যাসোসিয়েশনের (ভিপিএ) দেয়া তথ্যমতে, ২০২১ সালে দেশটির গোলমরিচ রফতানির পরিমাণ ২ লাখ ৬০ হাজার টনে পৌঁছেছে। রফতানি থেকে আয় এসেছে ৯৫ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রফতানির পরিমাণ ৯ শতাংশ কমলেও আয় বেড়েছে ৪৪ শতাংশ।