সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তারে ৪৪ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ জন্য ফেসবুককে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে।
সিএনএন'র এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) জ্যেষ্ঠ উপদেষ্টা লিজা লোভডাহল গর্মসেন বলেছেন, যারা ব্রিটেনে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন তিনি তাদের পক্ষে মামলাটি করেছেন।